Home » শেরপুরে বিএনপি নেতার সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে বিএনপি নেতার সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 minutes read

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুল হাসানকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করায় সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ গণ উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ জুন শুক্রবার বিকেলে এ সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচে জেলা কৃষকদলের সাবেক সভাপতি মো: আমিনুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কামরুল হাসান।

বিশেষ মেহমান হিসেবে জেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মো: মোশারফ হোসেন, সম্মনিত অতিথি হিসেবে মো: আজহার আলী, উদ্ভোধক হিসেবে ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচে উপজেলার চরশেরপুর ইউনিয়নের সেচ্চাসেবকদল, যুবদল ও ছাত্রদলের খেলোয়াড়রা অংশগ্রহন করে। এ খেলায় স্থানীয় দর্শকরা উপভোগ করেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কামরুল হাসান বলেন, আমাদের এ এলাকা এতদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। আমাদের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। এই ইউনিয়ের মানুষদের এখনও কাচারাস্তায় চলতে হয়। আজকে যেহেতু খেলার আয়োজন করা হয়েছে তাই বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সামনে এই ইউনিয়নের উন্নয়ন নিয়ে কথা বলবো।

আরো খবর

আপনার মতামত দিন