Home » শেরপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

শেরপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসব অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 minutes read

শেরপুর কন্ঠ ডেস্ক : ৩ জুন, ১৯‌ জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন ব্যাপি শেরপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দিরে ভক্তদের পূজা আর্চনায় পালিত হলো শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারির ১৩৫তম তিরোধান উৎসব। 

উৎসবকে ঘিরে সকাল থেকেই সনাতন ধর্মালম্বীরা মন্দিরে ভীর করে। লোকনাথ ব্রহ্মচারির  প্রতিকৃতিতে প্রনাম, বাল্যভোগ, প্রসাদ বিতরণ, রাজভোগ, বিকালে আবার প্রসাদ বিতরণ করে।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ আরতী । উৎসবে এসেছিলো শিশু, নারীসহ অসংখ্য সনাতন মানুষজন। উৎসবকে ঘিরে উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।

মন্দিরের পুরহিত আশুতোষ চক্রবর্তি বলেছেন লোকনাথ ব্রহ্মচারির ভক্তদের মিলন মেলা বসেছিন মন্দির প্রাঙ্গনে।

মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা বলেছেন, প্রতি বছরের ন্যায় উৎসাহ উদ্দীপনায় এবারও লোকনাথ ব্রহ্মচারির তিরোধান উৎসব পালিত হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন