শেরপুরের গারো পাহাড় সীমান্তে খ্রীষ্টানদের  প্রাক বড়দিন পালিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

যীশু খ্রীষ্টের জন্মদিনের আনন্দকে খ্রিস্ট বিশ্বাসীর মনে জাগিয়ে তুলতে শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা গ্রামে উদযাপিত হয়েছে প্রাক বড়দিন অনুষ্ঠান।

১ লা ডিসেম্বর রবিবার সন্ধ্যায়  উপজেলার সীমান্ত জনপদের  হারিয়াকোনা গ্রামে খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটির আয়োজনে প্রাক-বড়দিন পালিত হয় হারিয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা খ্রীষ্টের সুসমাচার প্রচার করেন ডি: সুজল চিসিম। এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হারিয়াকোনা খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটির সভাপতি জীবন ম্রং আরো। অন্যান্য অতিথি ছিলেন হারিয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি পা:এলিয় মৃ, সম্পাদক ডি: অনেশ রাংসা, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের আগত অতিথি পা: রনাল্ড ম্রং, শাখা মন্ডলীর সভাপতি মি:টিটুশ জেংচাম সহ হারিয়াকোনা গ্রামের কয়েক’শ খ্রীষ্ট বিশ্বাসী।

অনুষ্ঠানের শুরুতে সাগতিক শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি  জীবন ম্রং। হারিয়াকোনা ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি পা: এলিয় মৃ,পা: রনাল্ড ম্রং, টিটুশ জেংচাম, অনেশ রাংসা প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সারা দেশে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে নানান আয়োজনে খ্রীস্টবিশ্বাসী সবার মনে মহানন্দের আগাম বার্তা পৌঁছে দিতে আয়োজন করে থাকে। তদ্রুপ হারিয়াকোনা গ্রামেও যীশুর জন্মদিনের অগ্রীম আনন্দকে ভাগাভাগি করতে নানান আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীর্জার পরে কেক কাঁটা, আতশবাজি উৎসব, ভোজের আয়োজন পরিশেষে আনন্দ কীর্তন পরিবেশন করা হয় যুবক-যুবতীরা।

আরো খবর

আপনার মতামত দিন