শেরপুর কন্ঠ ডেস্ক: শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান জেলা প্রশাসক।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, আমরা জনসাধারণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে বিশেষ ট্রাস্কফোর্স নিয়মিত ভাবে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে আসছে। আজ শহরের নয়ানীবাজার এলাকায় বিভিন্ন দোকানপাট পরিদর্শন করে বাজারের দরদামে কিছুটা তারতম্য লক্ষ করা গেলেও কোন জরিমানা আদায় করা হয়নি। কেবলমাত্র ব্যবসায়ীদের সতর্ক ও সচেতনামূলক পরামর্শ দেয়া হয়েছে। এরপরও তারা সংশোধিত না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বাজার মনিটরিং এর পাশাপাশি অবৈধ পলিথিন, ওজনে গরমিল আছে কী না, ব্যবসার লাইসেন্স আছে কী না তা দেখা হয়।