শেরপুরের ঝিনাইগাতীতে বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান ও প্রস্তাবিত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। 

সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো, শেরপুরের আয়োজনে উপজেলার ব্রীজপাড় এলাকায় এই গণশুনানির আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ ভুক্তভোগী এলাকাবাসী। 

উক্ত গণশুনানিতে বক্তারা মহারশি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করে নাব্যতা ফিরিয়ে দেয়াসহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান। 

গণশুনানিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন