শেরপুরে পবিত্র কুরআন মাজিদ বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

 শেরপুর কন্ঠ ডেস্ক : উম্মাহ এইড নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শেরপুর সদর উপজেলার বেতমারী আলহাজ্ব মকছুদ আহম্মেদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ উপলক্ষে এক আলোচন সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উম্মাহ এইড নেটওয়ার্কের পরিচালনা পরিষদের সদস্য আলাউদ্দিন মজুমদার। বক্তব্য রাখেন আলহাজ্ব মকছুদ আহম্মেদ নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব আবু বকর সিদ্দীক ,পরিচালক মোহাম্মদ শাহজাহান,মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ। সভার শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা কেরাত ও গজল পরিবেশন করে। পরে তাদের উম্মাহ এইড নেটওয়ার্কের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সভা পরিচালনা করেন উম্মাহ এইড নেটওয়ার্কের পরিচালনা পরিষদের সদস্য অমিত মাহমুদ।

আরো খবর

আপনার মতামত দিন