শেরপুরের ইসরাইলের অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মানবতার বিরুদ্ধে ইসরাইলের অপারেশনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

ফাউন্ডেশন ফর শেরপুর এর আয়োজনে ২১ মার্চ শুক্রবার বিকেলে শহরের সাতানীপাড়া জামান মর্ডান হসপিটাল এর সামনে বাংলাদেশ স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন  From River To Sea Palestine Will Be Free ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ কর। Stop Genocide এই প্রতিপাদ্যে দখলদার মানবতাবিরোধী ইসরায়েলি ভয়ংকর আগ্রাসনের বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে শিক্ষক ও মানবমদ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ফাউন্ডেশন ফর শেরপুর এর নির্বাহী পরিচালক

তাপস বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষক খোরশেদ আলম রিপন, বিদ্বান বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে অত্র এলাকার ধর্ম-বর্ণ নির্বিশেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকার যুব ও ছাত্র সমাজ সহ প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করেন।

আরো খবর

আপনার মতামত দিন