২০
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৩০ মে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সভাপতি আব্দুর রহিম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায শেষে দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।