শেরপুর কন্ঠ ডেস্ক : ৩০ মে শেরপুর জেলা শ্রমিকদল কর্তৃক শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে বিকাল ৩ টার সময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। সে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শওকত হোসেন। জেলা শ্রমিকদলের সাঃ সম্পাদক আশরাফুল আলম জুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিতি ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সিঃ সহসভাপতি ও সাবেক সদস্য সচিব এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি শেরপুর সদর পৌরসভার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাবেক যুগ্ন সম্পাদক ও সাবেক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান তারা,জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া,জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, সহ সভাপতি কামরুজ্জামান, শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন, সাঃ সম্পাদক আলম বাদশা, থানা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ হারুন, মোঃ শরাফত মিয়া,হুমায়ুন কবির বিপুল , সহ শহর,থানা,ও ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মী। জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাধারণ, গরিব দুখী শ্রমজীবী মানুষের মাঝে রাস্তায় খাবার বিতরণ করা হয় এবং শহীদ জিয়াসহ খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও পরিবারের প্রতি বিশেষ মোনাজাত করা হয়।
শেরপুর জেলা শ্রমিকদল কর্তৃক জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত।
৫
আগের খবর