শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ” দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ১ জুন রবিবার  বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণি সম্পদ দপ্তরের কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো: রেজওয়ানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসি ও শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব – উল- আহসান, প্রাণিসম্পদ অধিদপ্তর এর প্রিন্সিপ্যাল  সায়েন্টিফিক অফিসার (অব:) ডা. মো: আ: মান্নান প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দুগ্ধ খামারি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন