শেরপুরে যুবদের লিডারশীপ রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : নেতৃত্ব গুনাবলী বৃদ্ধি এবং ব্যক্তি, পরিবার ও সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তার লক্ষ্যে যুবদের লিডারশীপ রিফ্রেসার্স প্রশিক্ষণ হয়েছে শেরপুরে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি’র আইপি প্রকল্পের আওতায় শহরের নতুন বাজার এলাকার একটি রেস্তোরার হলরুমে ২ জুন সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা, সংবেদনশীল মানুষ হিসেবে জনগণের সমস্যা উন্নয়নে কাজ করা, মানবাধিকার ও সর্বোপরি ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে নিজেদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আহŸায়ক শিক্ষক আবুল কালাম আজাদে সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইডি’র সমন্বয়কারী তারিক হোসেন, প্রশিক্ষক পংকজ গোস্বামী, শিক্ষক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। এতে আইপি এইচআরডি এবং জনউদ্যোগ যুব ফোরামের ৩০ জন যুব নেতা অংশগ্রহণ করেন।

আরো খবর

আপনার মতামত দিন