শেরপুরে স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া


শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন সোমবার সকালে শহরের থানা মোড়স্থ হোটেল ‘আয়েশার ইন’ এর হল রুমে এ সংলাপ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।
নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানু সভাপতিত্বে ও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সামিউল ইসলাম আতাহার ও এস এম শহিদুল ইসলাম ভিপি , জেলা জামায়াতে ইসলামী আমির মোঃ হাফিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদ সদস্য ডাঃ মোঃ আনোয়ার হোসেন, শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর জামাল, যুব ফোরাম ঝিনাইগাতীর আহ্বায়ক মোঃ সোহেল রানা, নাগরিক প্ল্যাটফর্ম জেলা সদস্য মোঃ আব্দুল বারিক, ইউপি সদস্য মোঃ হযরত আলী (রূপনারায়নকুড়া ইউনিয়ন, নালিতাবাড়ী),ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা (চরশেরপুর),ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন (টালকি নকলা),শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মী , উপজেলা সমাজসেবক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন