শেরপুরে শতাধিক খেজুর গাছ এর চারা রোপন 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এর উদ্যোগে পৌর কবরস্থানে শতাধিক পরিবেশবান্ধব খেজুর গাছ এর চারা রোপন করা হয়েছে।

১১ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের পৌর কবরস্থানে বিভিন্ন স্থানে এ খেজুর গাছের চারা রোপনকালে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, পরিবেশবাদী যুব  সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ গ্রীন বয়েজ ও আজকের তারুণ্যের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারও আজকের তারুণ্যের পক্ষ থেকে মাসব্যাপী পরিবেশবান্ধব তাল ও খেজুর সহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করছি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার শহরের পৌর কবরস্থানে শতাধিক খেজুর গাছের চারা গাছ রোপন করা হলো। পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকশত খেজুর গাছ ও তাল গাছের চারা রোপন করা হবে।

এ বিষয়ে গ্রীন বয়েজ এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের উদ্যোগে পরিবেশবান্ধব কাল ও খেজুরসহ পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা রোপন কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে স্বাগত ও অভিনন্দন জানাই।‌ আমাদের দেশ থেকে দেশীয় বিভিন্ন পরিবেশবান্ধব গাছ প্রায় বিলুপ্তের পথে এসব গাছের সাথে পরিচিতি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মকে সহায়তা করবে বলে মনে করি।

আরো খবর

আপনার মতামত দিন