শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই শুক্রবার সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলন আয়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শহরের বিভিন্ন মহল্লার শতাধিক হতদরিদ্র ও দিনমজুর ব্যক্তির মাঝে শতাব্দীর ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপিস্থিতি ছিলেন, রুপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের- প্রতিষ্ঠাতা সভাপতি, রুবেল মৃধা, সাধারণ সম্পাদক- শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ (সুজন), মোঃ জাহিদুল ইসলাম (জাদিদ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম, প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়া সঞ্চালনের ছিলেন সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (জাদিদ)।
শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
২