৭
			
				            
			
			        
    শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’ সদস্য শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
২৫ অক্টোবর শনিবার সকালে শহরের সজবরখিলাস্থ ‘ডপস’ ক্যাডেট ম্যাচ প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক মোঃ শাহিন মিয়া বিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ‘ডপস’ সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, ‘ডপস’ সিনিয়র সদস্য আব্দুল হাকিম প্রমুখ।
এসময় ‘ডপস’ সদস্য ১১০ জন একাদশ শ্রেণির শিক্ষার্থীর মাঝে পাঠ্য বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
			        