শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের মোহাম্মদ মজিবর রহমান।
তিনি গত ১৯ অক্টোবর বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৯ তম তৃতীয় বার্ষিক কাউন্সিলে সরকারী আর্দশ কলেজ রোভার স্কাউটস গ্রুপ ঝিনাইগাতী শেরপুর, আরএসএল ও প্রভাষক (ব্যবস্থাপনা) মোহাম্মদ মজিবুর রহমানকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করায় সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও রোভার গ্রুপ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শেরপুর জেলা রোভার স্কাউটের নির্বাহী কমিটির সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ক্রেস্ট প্রদান করেন রোভার অঞ্চলের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, মাউশি ডিজি, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নবনির্বাচিত রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও স্কাউট ব্যক্তিত্ব মহসিন আলী।
এর আগে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
২৮