শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

২১ মে বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু ও সাংবাদিক রফিক মজিদ। এছাড়াও ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মান্নান, মোঃ মনিরুজ্জামান ও মোঃ আলমগীর হোসেন।

জেলা ক্রীড়া অফিসার জানান যে, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৬-৮ জন সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে। 

আরো খবর

আপনার মতামত দিন