বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর শেরপুর জেলা শাখার কমিটি গঠন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক সমীর কুমারি বসু এবং সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় এর যৌথ স্বাক্ষরে ১৭ জুলাই বৃহস্পতিবার ৭১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা শাখার আংশিক এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন  জিতেন্দ্র মজুমদার এবং সদস্য সচিব হয়েছে সুব্রত চন্দ্র দে।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম (ঠান্ডু) এবং ৯ জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে প্রদীপ রঞ্জন দে, মহাদেব সাহা, সুজিত দাস (সুমন), শিপলু চন্দ্র চন্দ,  রাজন চন্দ্র দাস, মিঠুন পাল, খোকন চন্দ্র দে, বিপুল চক্রবর্তী ও লিপু সাহা। 

এছাড়া অন্যান্য সদস্যরা হলো প্রিয়তোষ সরকার, গোপাল সাহা (মাধবপুর), মান্না লাল গুপ্ত, ভোলানাথ ঘোষ, তপন সাহা, এডভোকেট হরিদাস কর্মকার, দ্বেবজিত পোদ্দার (ঝুমর) গোপাল সেনগুপ্ত, প্রবাল সূত্রধর, শ্রী তুষার, বরেন্দ্র কোচ, শ্রী আশীষ কুমার সাহা, রতন চন্দ্র পাল, সেতু সাহা, সুধাংশু বর্মন, বিকাশ চক্রবর্তী,  চঞ্চল চক্রবর্তী, বিমল হরিজন, অলক সাহা, সোহাগ চন্দ্র দে, অমিত পাল, পার্থ সূত্রধর, রবি সূত্রধর, তুলসি রাম পাল, সঞ্জয় রায় (রিপন), গোপাল সাহা, রাজীব সোম, টিটু চন্দ্র দে, রঞ্জিত সিংহ, দিপু চন্দ্র দে, শ্যামল চক্রবর্তী, তন্ময় দে, ভাস্কর ভট্টাচার্য্য, প্রণব সাহা, দিপন সোম, রঞ্জিত সাহা, জীবন চন্দ্র দেব, তাপস চন্দ্র দে, জীবন চক্রবর্তী, পার্থ সাহা,  হিমাংশু পাল, ভট্টু ঋষি, রিপন চন্দ্র দত্ত, ডেভিট সেন (কৃষ্ণ), তপু চন্দ্র দে, জনি নন্দী, বরুণ মোদক, বিশ্ব বাসফোর, উদয় সরকার, মনু গোয়ালা, করণ কর্মকার, সিমান্ত সাহা, দিপক দে, বলাই তুরাহা, সঞ্জু কালোয়ার, কৃষ্ণ দে, প্রান্ত পাল, উদয় সাহা ও রাজু হরিজন।

আরো খবর

আপনার মতামত দিন