শেরপুর কন্ঠ ডেস্ক: শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরো ২জন।
আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- সিএনজি চালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮),
তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় ওসি জুবায়েদুল আলম ৫ জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে। আরো এক জনের মৃত্যুর ঘটনা সে সত্যতা পায়নি। বাস আটক রয়েছে। শেরপুর-ময়মনসিংহ মহা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।