Home » শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 minutes read

শেরপুর কন্ঠ ডেস্ক : রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ও ক্লিন আপ বাংলাদেশ এর আয়োজনে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর থানার মোড় হতে নিউমার্কেট মোড়, গোয়ালপট্রি মোড়, বটতলা মোড়, ডিসি অফিস, এসপি অফিস ও ডিসি লেকে পরিচ্ছন্ন ও জনসচেতনতামূলক ইভেন্ট করা হয়। 

‘পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’, ‘জয় হোক মানবতার, জয় হোক স্বেচ্ছাসেবী সহযোদ্ধার’এই স্লোগান কে সামনে রেখে জনসচেতনতামূলক এই অনুষ্ঠানে ক্লিন আপ শেরপুর সদর উপজেলা  সমন্বয়ক আশরাফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল আমিন রাজু জেলা সমন্বয়ক ক্লিন আপ শেরপুর জেলা, বিশেষ অতিথি ছিলেন রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শ্রীবরদী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, রক্তসৈনিক মডেল গার্লস ইউনিটের আহবায়ক মঞ্জিলা সহ রক্তসৈনিক ও ক্লিন আপ শেরপুরের সদস্যবৃন্দ।

আরো খবর

আপনার মতামত দিন