শেরপুরের নালিতাবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

by শেরপুর কণ্ঠ ডেস্ক
0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা শিংমারী ফসলের মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই লাশটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের নাম আবু বক্কর সিদ্দীক(৬২)। এ সময় লাশের পার্শ্ব থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়। তমিজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দীক পলাশীয়া গ্রামের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম প্রাথমিক ধারণা করছেন বিষপানে তার মৃত্যু ঘটতে পারে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরো খবর

আপনার মতামত দিন