শেরপুরে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে ১৬ জুলাই বুধবার জুলাই শহিদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁইঞা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। 

এছাড়াও অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপি’র সদস্য সচিব এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. মামুনুর রহমান, যুগ্ম আহ্বায়ক মনিবুল ইসলাম, শহীদ মাহবুবের বোন নিভিয়া খাতুন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম  প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করা, শহীদ পরিবারের পূনর্বাসন, আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার দাবী জানান। একইসাথে বক্তারা তাদেও বক্তব্যে জুলাই চেতনাকে ধারণ করে আর যেন কোন ফ্যাসিস্টের জন্ম না হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার ও নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।  

আরো খবর

আপনার মতামত দিন