১৯ বোতল মদসহ মাদক কারবারি গ্রেফতার।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : আজ ১৭ অক্টোবর ভোরের দিকে শেরপুর জেলা গোয়েন্দা শাখার(ডিবি)একটি দল শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন বালিজুড়ী এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ওই মাদক কারবারির নাম হোসাইন কবির(৩৫)।কবির স্থানীয় মেম্বারবাড়ী নিবাসি কবির মেম্বারের পুত্র। এ বিষয়ে শ্রীবরর্দী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে হোসাইন কবিরের সাথে অন্যান্য অভিযুক্তরা হলো মামুন(৩০),গোলাপ রহমান(৩৭),নুর ইসলাম(৩৫) ও বিপ্লব(৩১)।্
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ডিবির ওসি রেজাউল কবির খান বলেছেন কবিরের নামে আরও মাদক মামলা রয়েছে। কবিরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন