দেশে যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলণায় এই বাঁধ নির্মাণের খরচ ধূলুর সমান’ – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান উপদেষ্টা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান উপদেষ্টা ফারুক ই আজম ১৮ অক্টোবর শুক্রবার শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর বেড়িবাঁধের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের সমন্বয় করে পুণর্বাসন কাজ করা তাগিদ দেন। 

তিনি এসময় বলেন, ‘দেশে যে পরিমাণ লুটপাট হয়েছে, তার তুলণায় এই বাঁধ নির্মাণের খরচ ধূলুর সমান। আপনারা ভুক্তভোগী। সমস্যাগুলো আপনারাই ভাল জানেন। আপনাদের পরামর্শক্রমে জনগণের দুর্ভোগ লাগবে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। 
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে নগদ ৬ হাজার করে টাকা, ২ বান্ডেল করে ঢেউটিন এবং ৪৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। 

এসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার দিদারুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গত ৪ অক্টোবর ভারী বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের ৫ উপজেলা প্লাবিত হয়ে ঘরবাড়ী, রাস্তাঘাট, বিভিন্ন ফসলের আবাদ, পুকুর-খামারের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

এর আগে উপদেষ্টা বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মদ্দিন ময় করেন।

আরো খবর

আপনার মতামত দিন