শেরপুর কন্ঠ ডেস্ক : সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হয়েছে । আজ ৬ জুন শুক্রবার ওইসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলার আগাম ঈদের জামাত যে গ্রাম গুলোতে অনুষ্ঠিত হয় সে হলো শেরপুর সদর উপজেলার উত্তর চরখার চর ও দক্ষিণ চরখার চর নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও গোবিন্দ নগড় চারআনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতী উপজেলার বনগাও চতলে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
তবে স্থানীয় মুসল্লী ছাড়াও জেলার বিভিন্ন এলাকার মুসললীরা ওইসব গ্রামে ঈদের জামাত আদায় করতে যান। আর সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে এসব গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় । তবে প্রত্যেকটি জামাতে ২শত থেকে ৩ শত মুসল্লীর উপস্থিতি লক্ষ করা যায় । সেই সাথে মহিলাদের আলাদা জায়গায় পর্দার সহিত ঈদের জামাতে অংশ গ্রহন করতে দেখা গেছে।
শেরপুর জেলায় দীর্ঘ ২০ বছর যাবৎ সৌদির সাথে মিল রেখে আগাম এই ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানান মুসল্লীরা ।