১৬
শেরপুর কন্ঠ ডেস্ক: শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকালে জেলা সরকারি গণ গ্রন্থাগার হলরুমে এ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা সরকারি গণ সরকারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম।
এ সময় শিক্ষক ও লেখক জ্যোতি পোদ্দার, শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি ও লেখক রফিক মজিদ, জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা বেগম, লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট খন্দকার রাশেদুল হক ও লাইব্রেরী সহকারী আবু হাসেম উপস্থিত ছিলেন।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় পৃথক তিনটি করে মোট ৬টি গ্রুপে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিজয়ীদের বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।