শেরপুর কন্ঠ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন, হাসিনা সরকারের সারে ১৫ বছরে আমরা যারা বিএনপি করি তারা যাযাবর ও রোহিঙ্গাদের মতন জীবন যাপন করেছি। মামলা-হামলায় বিএনপি নেতাকর্মীরা অমানুষিক জীবন যাপন করেছে। কোন আত্মীয়ের বাসায় গিয়ে থাকতে পারিনি, নির্দলীয় কোন আত্মীয়র সাথে ছবি তুলতে পারিনি, বিয়ের দাওয়াত খেতে পারিনি। ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা মিথ্যে মামলায় গ্রেপ্তার হলে রিমান্ডে পুলিশি নির্যাতনের হাত থেকে বাঁচতে অনেক নেতা কর্মী তাদের জমি বিক্রি করেছে, গোয়ালের গরু বিক্রি করেছে। তারপরেও তারা নির্ঘুম রাত কাটিয়েছে। নিরীহ আত্মীয়-স্বজনরাও পুলিশের হয়রানির শিকার হয়েছে। বর্তমানে ফ্যাসিস্ট বিদায় হয়েছে আমাদের সুখের সময় আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিএনপির বিজয় নিশ্চিত। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলকে সাজাই এবং দলের ভেতর যারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদেরকে চিহ্নিত করি। এছাড়া একটি কুচক্রী মহল যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তাদেরকেও প্রতিরোধ করি।
মাহমুদুল হক রুবেল ৬ জুলাই রোববার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের শ্রীবরদী উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
শ্রীবরদী উপজেলার বিএনপি’র সভাপতি মোঃ আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রিয় অথিতি ছিলেন শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুর হাকিম, পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী (অকুল), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ আবু রায়হান বাবুল।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলিফ উদ্দিন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মীর রুকনুজ্জামান লাখো, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী (ফজু), রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।