শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিট read

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আজকের তারুণ্য দল যুব রেড ক্রিসেন্ট দলকে ১-০ গোলে পরাজিত করে।

৪ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলার বটতলী বাজারস্থ নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু সাঈদ ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিক মজিদ। 

এ সময়  সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, স্থানীয় ইউপি মেম্বার হারুন মিয়া, আজকের তারুণ্য এর মোঃ রবিউল ইসলাম রতন, যুব রেড ক্রিসেন্ট এর সভাপতি সিফাত সহ স্থানীয় ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়।

আরো খবর

আপনার মতামত দিন