শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদে শিক্ষার্থীদের বাহারি রকমের ফলের আয়োজন নিয়ে দিনব্যাপী হয়ে গেলো ফল উৎসব ও বর্ষা বরণ অনুষ্ঠান।
২৬ জুন বৃহস্পতিবার শহরের অরণি প্রগ্রেসিভ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী স্কুল প্রাঙণে এর আয়োজন করে।
ফল উৎসবে কামরাঙা, অরবড়ই ও আমলকি নামে তিনটি স্টল স্থাপন করা হয়। এতে প্রায় ৪৪ রকমের ফল প্রদশিত করা হয়।
উৎসবে অরণি প্রগ্রেসিভ স্কুলের অধ্যক্ষ নাজনীন হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়াবিদ অসীম দত্ত, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইন উদ্দিন তালুকদার ও অরণি প্রগ্রেসিভ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হক প্রমূখ।
পরে বর্ষবরণ ও ফল উৎসব উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক পিসি দীপ।