পবিত্র হজ মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। ৯ জিলহজ আরাফাতের ময়দানে খুতবা পেশ করা হয়, যা মুসলিমদের জন্য দিকনির্দেশনা প্রদান করে। আগে এই খুতবা শুধুমাত্র আরবি ভাষায় পেশ করা হতো, কিন্তু বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়, যাতে মুসলিমরা তাদের মাতৃভাষায় খুতবার বার্তা গ্রহণ করতে পারেন।
প্রতিবছরের মতো এবারও পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী বিভাগের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।
এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা অনুবাদ করা হচ্ছে। এবার খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।তাঁরা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

বাংলা ভাষায় খুতবা শুনতে চাইলে করণীয়
১. মানারাতুল হারামাইন ওয়েবসাইট ব্যবহার করুন। এই ওয়েবসাইটে আরাফার খুতবা সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে ভাষা অপশনে গিয়ে ‘বাংলা’ নির্বাচন করুন।
২. Nusuk অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ লিংক Android): Nusuk App – Play Store অ্যাপ লিংক (iOS): Nusuk App – App Store অ্যাপ ইনস্টল করার পর ‘Live Khutbah’ অপশনে যান এবং ভাষা হিসেবে বাংলা নির্বাচন করুন।
৩. হজের খুতবার ইউটিউব লাইভ দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুতবার সময় লাইভ সম্প্রচারে ভাষা নির্বাচন ফিচার থাকে। সেখান থেকে বাংলা ভাষা বেছে নিন।
৪. হারামাইন শরীফাইন এর ওয়েবসাইট ব্যবহার করুন