শেরপুরের না‌লিতাবাড়ী‌তে মানববন্ধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ধর্ষণ, হত্যা, নির্যাতন সহ সকল স‌হিংসতার ন্যায় বিচার ও শা‌স্তির দাবী‌তে  শেরপুরের না‌লিতাবাড়ী‌তে মানববন্ধন ক‌রে‌ছে স্বেচ্ছা‌সেবী সংগঠন স্বপ্নময় মানব কল্যাণ  ফাউন্ডেশন  ।

আজ ২৬ ফেব্রুয়া‌রি বুধবার দুপু‌রে না‌লিতাবাড়ী উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনু‌ষ্ঠিত হয় ।

মানববন্ধন কর্মসূচী‌তে  না‌লিতাবাড়ী উপ‌জেলার বি‌ভিন্ন স্কুল ক‌লেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ  এই মানববন্ধন কর্মসূচী‌তে অংশগ্রহন ক‌রেন ।

এসময় স‌ক্ষিপ্ত আলোচনা সভায়  বক্তারা ব‌লেন সারা দে‌শে বিরামহীন ভা‌বে ধর্ষণ ব‌ন্ধের আহবান জানান সেইসথে প্রাশাস‌নের 

স‌ক্রিয় হওয়ার আহবন জানান তারা ।

মানববন্ধন কর্মসূচী‌তে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশ‌নের নেতৃবৃন্দনহ বি‌ভিন্ন স্কুল ক‌লে‌জ, মাদ্রাসার  শিক্ষার্থীরা বক্তব্য রা‌খেন ।

আরো খবর

আপনার মতামত দিন