শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলমের উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্র ‘রাসেল বাহিনী’র নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। এর জেরেই সাম্প্রতিক সময়ে তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, গত ১৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুরা বাজার এলাকায় তিনি একাধিক মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী রাসেল বাহিনীর সদস্যরা তার ওপর লাঠি সোটা নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে গুরুতর অবস্থায় আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় এক পথচারী তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তার পরিবার জানিয়েছে।
এ ঘটনায় সাংবাদিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শেরপুর শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সাংবাদিক বলেন, “সাংবাদিক খোরশেদ আলমের উপর এ হামলা সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগজনক। সত্য প্রকাশ করায় সাংবাদিকদের টার্গেট করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
শেরপুর রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফুর রহমান হামলা করে দেব দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়ে ঘটনা নিন্দা প্রকাশ করা হয়।
হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম বলেন, “আমি একাধিক মামলার আসামি ও চোরাকারবারি ও সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ কারণে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। অবশেষে সেই হুমকি বাস্তবায়িত হলো। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং খোরশেদ আলমকে উদ্ধার করি। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী রাসেল এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।