শেরপুরে ধর্ষককে গ্রেফতারের  দাবিতে ফুঁসে উঠছে এলাকাবাসি। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
2 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছর বয়সী অতি দরিদ্র এক কন্যাশিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার অভিযুক্ত ধর্ষক সৈয়দ আলী ওরফে চিকু মিয়া কে গ্রেফতার ও বিচার দাবিতে ফুঁসে উঠছে এলাকার মানুষ।উত্তেজিত জনতা গত শুক্রবার ২৯আগস্ট ধর্ষকের বাড়ীঘরে আক্রমণ করলে স্থানীয়রা কোন রকম রক্ষা করতে পেরেছে।এ ঘটনায় প্রতিদিনই এলাকায় উত্তেজনা লেগেই থাকছে।আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বিক্ষোদ্ধ এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানব বন্ধনে অংশ গ্রহনকারিদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্ঠি হলে কজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরে অভিযুক্ত চিকু মিয়াকে ধরতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।ধর্ষক ও অভিযুক্তের বাড়ীর শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া গনই মমিনাকান্দা এলাকায় । ভুক্তভোগী ওই শিশুর পরিবার হতদরিদ্র।শিশুটির বাবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। শিশুটি স্থানীয় একটি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।
জানা গেছে গত ২৬ আগস্ট দুপুরের দিকে সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তার প্রতিবেশী ভাতিজি ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়।পরে চিকু মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু ভয়ে চিৎকার শুরু করে। ওইসময় চিকু মিয়া শিশুটিকে ছেড়ে দিলে সে দৌড়ে স্কুলে চলে যায় এবং তার শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানায়।পরে ঘটনার বিষয়ে মামলা করতে চাইলে প্রভাবশালিরা মিটমিমাংসার চেষ্ঠা করে।২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে  শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় ভাই।কিন্তু  প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত চিকু মিয়া কে এখনও পুলিশ ধরতে পারেনি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা।এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছে অভিযুক্ত চিকু মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।মামলাটি অতি গুরুত্বপুর্ণ বিবেচনায় অভিযুক্তকে ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্ঠা করছে। 

আরো খবর

আপনার মতামত দিন