Home » ২৪২ আরোহী নিয়ে এয়ার ইনডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার আহমেদাবাদে বিধ্বস্ত

২৪২ আরোহী নিয়ে এয়ার ইনডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার আহমেদাবাদে বিধ্বস্ত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
2 minutes read

ভারতের আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনে যাওয়ার পথে এয়ার ইনডিয়ার একটি উড়োজাহাজ বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।

সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইনডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয়।

দুর্ঘটনার আগে বিমানটি প্রায় পাঁচ মিনিট ধরে উড়েছিল এবং বেলা ১টা ৩৮ মিনিটে সেটি বিধ্বস্ত হয়।

দূর থেকে বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায় এবং কয়েকজনকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় ঘটনাস্থলের ভিডিওতে।

এনডিটিভি জানিয়েছে, বিমানবন্দরের কাছে আবাসিক এলাকা মেঘানি নগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সোশাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ধাক্কায় কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজের লেজের অংশ একটি ভবনের ছাদে আটকে থাকতে দেখা গেছে। তখনও ওই অংশে আগুন জ্বলছিল।

এয়ার ইনডিয়া এক বিবৃতিতে বলেছে, তাদের আহমেদাবাদ-লন্ডন রুটের ফ্লাইট এআই ১৭১ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে সেখানে বিস্তারিত জানানো হয়নি।

ভারতের বেসামরিক বিমান উড্ডয়ন পরিচালনা কর্তৃপক্ষের প্রধান ফায়েজ আহমেদ কিদোয়াই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।

আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে ২৩ থেকে বেলা ১টা ৩৯ মিনিটে উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি ‘মে ডে’ সঙ্কেত দেয়, এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ফ্লাইট রেডার টোয়েন্টিফোরও বলেছে, উড্ডয়নের পরপরই তারা উড়োজাহাজটি থেকে শেষ সঙ্কেত পেয়েছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, “আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি স্তম্ভিত ও মর্মাহত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বিমান চলাচল ও জরুরি সাড়াদানকারী সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।”

“উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং চিকিৎসা সহায়তা ও জরুরি সামগ্রী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। বিমানে থাকা সব যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আমার প্রার্থনা রইল।”

দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখা হয়েছে।

এয়ার ইন্ডিয়া ঢাকা স্টেশন থেকে বলা হয়েছে যে, তারা ঢাকা থেকে কোনো বাংলাদেশির কাছে ওই ফ্লাইটের কোনো টিকিট বিক্রি করেননি।

কেউ লন্ডন থেকে রাউন্ড ট্রিপের টিকিট করতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। যুক্তরাজ্য যেতে ভারতের এয়ারলাইন্সগুলোতে টিকিট কাটলে বাংলাদেশিরা দিল্লি বা মুম্বাই হয়ে যেতে পছন্দ করেন।

সূত্র: বিডি নিউজ ২৪

আরো খবর

আপনার মতামত দিন