শেরপুরে বর্ষা বরণ ও বিশ্ব সঙ্গীত দিবস পালিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলার আয়োজনের বর্ষাবরণ ও বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে। 

২৫ জুন বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে সংগীত দিবসের অনুষ্ঠানের  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান সহ অন্যানের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা কালেক্টরেট স্কুল এর প্রধান শিক্ষক ইশরাত পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীবৃন্দ। 

এ সময় বিভিন্ন শিল্প-সাহিত্যাঙ্গনের বিশিষ্টজন, লেখক, শিল্পী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন