শেরপুর চেম্বার নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : দীর্ঘ প্রায় ৭ বছর পর শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। 

২৩ জুলাই বুধবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পৃথক তিনটি গ্রুপের পরিচালক পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় করেন। 

এসময় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

ট্রেড গ্রুপে দুইটি পদের জন্য ৫ জন, সহযোগী গ্রুপের ৫ টি পদের জন্য ১৪ জন এবং সাধারণ গ্রুপে ১২ টি পদের জন্য ৪৯ জন মনোনয়ন পত্র কিনেন।

এবারের নির্বাচনে ট্রেড গ্রুপে ২৭ জন, সহযোগী গ্রুপে ৮৭৫ জন এবং সাধারণ গ্রুপে ১ হাজার  ৩৫৯ জন ভোটার হয়েছেন।

২৪ জুলাই বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। 

আরো খবর

আপনার মতামত দিন