১১
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৪ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।
৮ মে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জন্ম জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, এনডিসি এজেড মুনীব, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী বৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের রবীন্দ্রনাথের কবিতা থেকে পাঠ, সংগীত ও নিত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পী বৃন্দরা।