বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়া হবে – শেরপুরে সচিব নাজমুল আহসান

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর প্রতিনিধি: ভবিষ্যতে বন্যায় শেরপুরের মানুষের কষ্ট ও দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. নাজমুল আহসান। 

আজ ১৯ অক্টোবর সকালে শেরপুরে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় ক্ষতিগ্রস্ত মহারশি, ভোগাই, চেল্লাখালি ও সোমেশ্বরী নদীর বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

সচিব নাজমুল আরো বলেন, আমরা এখানে এসেছি মূলত বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ গুলো দেখার জন্য।  কি উদ্যেগ গ্রহন করলে ক্ষয়ক্ষতি কমবে, সেজন্য স্থানীয়দের মতামত শুনলাম। এরপর টেকনিশিয়ান ও কর্মকর্তাদের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী উপজেলার কৃষি অফিসার হুমায়ুন দিলদারসহ আরো বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিল।

আরো খবর

আপনার মতামত দিন