শেরপুর কন্ঠ ডেস্ক : দীর্ঘ প্রায় ৭ বছর পর শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা শেষ হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পৃথক তিনটি গ্রুপের পরিচালক পদের মোট ৬৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
এসময় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রেড গ্রুপে দুইটি পদের জন্য ৫ জন, সহযোগী গ্রুপের ৫ টি পদের জন্য ১৩ জন এবং সাধারণ গ্রুপে ১২ টি পদের জন্য ৪৯ জন মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় বিভিন্ন প্রার্থীদের পক্ষে তাদের সমর্থক ও শুভাকাঙ্খীরা চেম্বার ভবনে এসে এসে ভিড় জমায়। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এবারের নির্বাচনে ট্রেড গ্রুপে ২৭ জন, সহযোগী গ্রুপে ৮৭৫ জন এবং সাধারণ গ্রুপে ১ হাজার ৩৫৯ জন ভোটার হয়েছেন।
আগামী ২৬ জুলাই রাতে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং ৪ আগস্ট রাতে প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন সূত্র।
এরপর ২২ আগস্ট সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে । এর মধ্যে বেলা সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। এরপর ২৩ আগস্ট চূড়ান্ত বিজয়ি প্রার্থীরদের তালিকা প্রকাশ করা হবে।
দ্বিতীয় পর্যায়ে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি ৩ জন কর্মকর্তা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট রাত ৯ টায়। এই নির্বাচনে ভোটার হবেন প্রথম দফার নির্বাচিত ১৯ জন পরিচালক।
ওই নির্বাচনে ২৪ তারিখ দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে মনোনয়নপত্র ক্রয়, দাখিল, বাছাই, প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ভোট গ্রহণ হবে রাত ৯ টা থেকে দশটা পর্যন্ত।
শেরপুর চেম্বার নির্বাচনের মনোনয়নপত্র জমা শেষ হয়েছে
৮