শেরপুর কন্ঠ ডেস্ক : নবগঠিত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও এডক কমিটির আহ্বায়ক তরফদার মাহমুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
এডক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক খেলোয়ার ও রেফারি জিন্নাত আলী, ক্রীড়া ব্যক্তিত্ব ফরিদ আহমেদ লুলু, সাবেক ক্রিকেটার শওকত হোসেন, ক্রীড়া সাংবাদিক রফিক মজিদ ও ছাত্র প্রতিনিধি ফারহান ফুয়াদ তুহিন।
বক্তারা এসময়, শেরপুরের ঝিমিয়ে পড়া ক্রিয়াঙ্গনকে গতিশীল করতে নানা প্রস্তাবনা আনেন। এছাড়া আগামী ১০ মার্চ থেকে ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের লক্ষে শেরপুর জেলা দল গঠনে খেলোয়াড় বাছাইয়ের জন্য উপ-কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ক্রীড়া সংস্থার তহবিলে আয় ব্যয়ের হিসাব এবং আয়ের খাতের খোঁজখবর নেয়া হয়।