শেরপুর কন্ঠ ডেস্ক: শেরপুরে দোজাপীর ও তার অনুসারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ঈমান আক্কীদা সংরক্ষণ কমিটি শেরপুর জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য মুফতি খালিছুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় শহরের জামুর দোকান মোড় এলাকায় মারকাজুল উলুম মাদরাসায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসনের কাছে চারটি দাবি তুলে ধরেন। অন্যথায় বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানানো হয়।
দাবি গুলো হলো, “প্রশাসনিকভাবে ভন্ড দোজার দরবার স্থায়ীভাবে বন্ধ করতে হবে, ভন্ড দোজা ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে, আহত ব্যক্তিদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও নিহত পরিবারকে এক কোটি টাকা ও আহত পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি পূরণ দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম, মাওলানা আব্দুল আজিজ, উত্তেফাকুল উলামার শেরপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বিবাহ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।