শেরপুর সরকারি গণগ্রন্থাগারের সনদপত্র ও পুরস্কার বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা পাঠ, বই পাঠ, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩ জুন মঙ্গলবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগার  হলরুমে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪৩২ বাংলা নববর্ষ এবং জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উল্লেখিত প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ৭৫ জন বিজয়ীকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এ সময় অন্যান্যের মধ্যে গ্রন্থাগারের লাইব্রেরীয়ান সিরাজাম মুনির, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মানিবুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ উপস্থিত ছিলেন। 

বক্তারা এ সময় কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বুদ্ধ করেন। সেই সাথে বই পড়ার উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিক তুলে ধরেন।

আরো খবর

আপনার মতামত দিন