Home » শেরপুর পৌরসভার ৬১ কোটি ৮৬ লাখ টাকার বাজেট অনুমোদন

শেরপুর পৌরসভার ৬১ কোটি ৮৬ লাখ টাকার বাজেট অনুমোদন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 minutes read

শেরপুর কন্ঠ ডেস্ক : ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। গত ১৮ জুন তৎকালীন পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান অফিসের লোকজন নিয়ে বাজেট অনুমোদন করলেও বিষয়টি আজ ৩০ জুন সোমবার দুপুরে নিশ্চিত করেন  পৌর কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ১৮ জুন পৌর পরিষদের বিশেষ সভায় শেরপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা করে পৌরসভা কর্ম সম্পাদন কমিটির সদস্যগণের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট চূড়ান্ত অনুমোদন হয়। এর মধ্যে রাজস্ব খাতে ১৮ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৮০১ টাকা আয় ও ১৭ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয় এবং সরকারি মুঞ্জুরী (এডিপি), প্রকল্পসমূহ ও মূলধনসহ মোট ৪২ কোটি ৮৬ লাখ ৮৮ হাজার ৪২ টাকা আয় ও ৩০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয় সম্বলিত সর্বমোট ৬১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৮৪৪ টাকার বাজেট রয়েছে।তবে বাজেট উপস্থাপনের সময় কোন গণমাধ্যম কর্মীকে ডাকা হয়নি।

আরো খবর

আপনার মতামত দিন