শেরপুৃরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুৃরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শহিদ মিনার মঞ্চে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: নাছির উদ্দীন আহমেদ।

ইসলামী আন্দোলন এর নালতিাবাড়ী উপজেলার সভাপতি হাজী মাওলানা আবু বক্কর এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমানের সঞ্চালনায় শত শত মানুষের অংশ গ্রহণে সমাবেশে-বক্তারা কোরআনের আইনে বাংলদেশ পরিচালনার আশা প্রকাশ করেন। সেই সাথে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের অতীতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। একই সাথে দেশে ইউনুস সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ’য়সী প্রশংসা করেন। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই দল গণ মানুষের আস্থা নিয়ে সংসদে যাবে বলে বক্তারা উল্লেখ করেন। হাত পাখায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে। দূর হবে বৈষম্য।

আরো খবর

আপনার মতামত দিন