শেরপুর প্রতিনিধি : পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তাকে মিথ্যা মামলা দিয়ে চাকুরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আজ বৃহস্পতিবার দুপুরে সমিতির অফিস কার্যালয়ের নিচে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের শুরু থেকে আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনকে থামিয়ে দিতেই এ ঘটনা ঘটেছে বলে জানান নেতৃবৃন্দরা। দাবি না মানলে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এজিএম (ইএনসি) মনির হোসেন, এজিএম মতিউর রহমান, এজিএম (ওএন্ডএম) গিয়াস উদ্দিন, এজিএম(ওএন্ডএম) হাবিবুর রহমান, এজিএম (আইটি) মেহেদী হাসান, এজিএম (মানব সম্পদ) আবুল কালাম আজাদ, এজিএম (এমএস) আশরাফ আলী, এজিএম (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ প্রমুখ।