শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে প্রদর্শনির উপকরণ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে কৃষক-কৃষাণীদের মাঝে এ প্রদর্শনীর উপকরণ প্রদানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর প্রত্যেক কৃষক-কৃষাণীদের মাঝে ঝাজড়ী, নেটসহ সবজীর বীজ, জৈব সার, পেপে, লেবু ও পেয়ারার চারা এবং বীজ সংরক্ষণের জন্য পাত্র দেওয়া হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে কৃষক ও কৃষাণীরা, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় বৈচিত্র্যতা আনতে সহায়ক হবে এবং পারিবারিক পুষ্টি চাহিদাও পুরণ হবে।
এ উপজেলায় ৮৫ জন কৃষক-কৃষাণীদের মাঝে পুষ্টি বাগান প্রদর্শনী প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।