শেরপুর কন্ঠ ডেস্ক : আগামী ১০ মার্চ থেকে ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে শেরপুর জেলা দল গঠনে বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ৩ মার্চ থেকে শেরপুর সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলোয়ার বাছাই কাজ শুরু হয় আজ পাঁচ মাস বুধবার প্রাথমিক বাছাই কাজ শেষ করা হয়।
প্রাথমিকভাবে জেলার বিভিন্ন ক্লাবের মোট ২৫ জন খেলোয়ারের নামের তালিকা তৈরি করা হয়। এই ২৫ জনের মধ্য থেকে গত তিনদিন ধরে নানা প্র্যাকটিসের মাধ্যমে আজ ১৮ জন খেলোয়ারকে প্রাথমিক বাছাই করা হয়েছে। এরা প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করে যাবে। পরবর্তীতে এখান থেকে চূড়ান্ত খেলায় ১৪ জনকে বাছাই করে নির্ধারিত ভেনুতে পাঠানো হবে।
এই বাছাই পর্বে জেলা ক্রীড়া সংস্থার নবাগত এডহক কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদস্যবৃন্দের মধ্যে আব্দুর রহমান লুলু, সাংবাদিক রফিক মজিদ, ছাত্র প্রতিনিধি ফারহান ফুয়াদ তুহিন, রেফারি জিন্নাত আলী এবং কোচ রুমেল উপস্থিত ছিলেন।