শেরপুর কন্ঠ ডেস্ক : বাংলাদেশ শিক্ষক সমিতির শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. মুহসীন আলী আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সম্মেলনে বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য একেএম আব্দুল আওয়াল, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মো. মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শিক্ষকদের নানা সমস্যা তুলে ধরেন। পরে নতুন কমিটি ঘোষণার জন্য নানা বিষয়ে আলোচনা হয়।
প্রধান বক্তা সেলিম ভূইয়া বলেছেন অনেক পেশার মানুষ নষ্ট হলে জাতির কিচু ক্ষতি হয় কিন্ত শিক্ষক নষ্ট হয়ে গেলে দেশের সর্বনাশ হয়।নীতি ও নৈতিক ভাবে শিক্ষকদের উৎকৃস্ট হতে হবে।কিন্ত গত ১৭ বছরে শিক্ষকদের ভোট সিল মারার কাজে লাগানো হয়েছে।আর নীরিহ শিক্ষকদের নানা ভাবে অসন্মানিত করা হয়েছে।শিক্ষকদরে সন্মান ফিরাতে সবাইকে কাজ করতে হবে।