শেরপুরে অমর একুশ উপলক্ষে উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে  মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলা উদীচীর কার্যালয়ে সভাপতি ড. সুধাময় দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী। 

আলোচনা সভার শুরুতে সূচনা সংগীত পরিবেশন করেন উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী মোঃ দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত। 

পরে আলোচনায় অংশ নেন উদীচীর সভাপতি ড. সুধাময় দাস, সহ-সভাপতি এস. এম. আবু হান্নান, মোঃ দুলাল উদ্দিন, মোঃ এরশাদ আলী, প্রাক্তন সভাপতি কমল চক্রবর্তী (ঝুনু), উদীচী কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সদস্য জনাব আজমীর তারেক চৌধুরী, শেরপুর উদীচীর কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব মোশাররফ হোসেন তালুকদার, মাসুম ইবনে শফিক, আবুল কালাম আজাদ, বাচিক শিল্পী বিপুল দাম হৃদয় এবং সংগঠন বিষয়ক সম্পাদক তন্ময় মালাকার প্রমুখ। 

দ্বিতীয় পর্বের শুরুতেই আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী বিপুল দাম হৃদয়। পরে গণসংগীত পরিবেশন করেন মোঃ দুলাল উদ্দিন এবং মুক্তি দত্ত।

আরো খবর

আপনার মতামত দিন