শেরপুর কন্ঠ ডেস্ক : বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, বিএনপিতে যা যারা বসন্তের কোকিলের মতো এসেছেন তাদেরকে প্রতিরোধ করতে হবে। বিগত সাড়ে ১৫ বছরে যারা এলাকায় কোন খোঁজ খবর নেয়নি, বিএনপির দুর্দিনে যাদের পাওয়া যায়নি, তারা আজ বসন্তের কোকিলের মত এসেছে এবং তারা এখন বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন বিভিন্ন নির্বাচনের প্রার্থী হতে। তাদেরকে প্রতিরোধ করতে হবে। কিছু কিছু সমালোচকেরা বলেন, বিএনপি’র পদ নিয়ে যারা মিটিং করে নাই, মিছিল করে নাই, পদ নিয়ে পালিয়ে ছিল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই হাসিনা সরকারের সময় যারা পদে নাম লিখিয়েছে তাদের মতো সাহসী ব্যক্তি আর নেই নেই।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১দফা বাস্তবায়নের দাবীতে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
৪ জুলাই শুক্রবার সকালে আহম্মদনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে হাতীবান্ধা, মালিঝিকান্দা ও গোরীপুর ইউনিয়ন সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১দফা বাস্তবায়নে কাজ করার নির্দেশনা প্রদান করেন।